Friday, December 5, 2025

ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বাংলাদেশে পদার্পণ

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অবশেষে বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক। প্রিয় তারকাকে এক নজর দেখতে কেউ হাতে ব্যানার, কেউবা উদগ্রীব চোখে অপেক্ষায় ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন—শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল—গতকাল থেকেই সিলেটে ছিলেন। আজ তাদের সঙ্গে যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।

হামজার সঙ্গে এসেছেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও। বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

বাংলাদেশ জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তির খবর ইতোমধ্যেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সংবাদমাধ্যম কর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কভার করতে উপস্থিত ছিলেন। এখন পুরো দেশ অপেক্ষায়, কবে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন এই প্রিমিয়ার লিগ তারকা। হামজার আগমন বাংলাদেশের ফুটবলের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদী ফুটবলপ্রেমীরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর