জাকির হোসেন: যশোরের কেশবপুর থানা এলাকায় শাহপাড়া মিশনে ১৫ বছর বয়সী খ্রিস্টান মেয়ে রাজরুন ত্রিপুরার রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, রাজরুন ত্রিপুরা (১৫), পিতা প্রদীপ সরকার, রাঙ্গামাটির থানচি উপজেলার বাসিন্দা, মিশনে প্রার্থনা চলাকালীন বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে চলে যান। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় মিশনের দায়িত্বপ্রাপ্ত জেসিকা সরকার, সুরভী বিশ্বাস এবং শ্যাময়েল বিশ্বাস তাকে খুঁজতে বের হন। পরে, রাজরুন ত্রিপুরার শয়নকক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখে চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকে গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
রাজরুনকে তৎক্ষণাৎ নামিয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজরুন ত্রিপুরার পরিবারে নানা ধরনের সমস্যা চলছিল, এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। এ ঘটনায় কিছু ব্যক্তির দাবি, মিশনের প্রধানের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগও রয়েছে, যার ফলে এ মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে রহস্যজনক কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মিশনের সুপার জেসিকা সরকার থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, এর আগে ওই মিশনের প্রধানের বিরুদ্ধে অনেক নারীকে ধর্ষনের অভিযোগ রয়েছে। কেউ কেউ দাবি করছেন এ মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য থাকতে পারে







