Friday, December 5, 2025

যশোরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে এক গৃহবধূকে (৩০) ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

আটক আলাউদ্দীন সরদার ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

গত ১২ মার্চ বুধবার, গৃহবধূর স্বামী তার দুই মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে, ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আলাউদ্দীন সরদার ঘরে প্রবেশ করে। পরে গৃহবধূ ঘরে ফিরলে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত আলাউদ্দীন সরদার নিজের গামছা, টর্চলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে, বৃহস্পতিবার গৃহবধূ প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং পরে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে অভিযুক্ত আলাউদ্দীন সরদারকে আটক করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর