Friday, December 5, 2025

বাঘারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ২

যশোরের বাঘারপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।  ১৪ মার্চ সকালে ধোয়াকুলা ইউনিয়নের সুকদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  আবুল কালাম (৫০) ও হোসাইন (১৫) পুকুর কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাজ্জাদ (৭৫), রুনু বিল্লাহ (৪৫), ওবায়দুল (৪৫), আরফিন (৩৫), সোহেল রানা (২৫) ও ইসলাম (৫৫) দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

হামলার সময় আবুল কালামের মাথায় দেশীয় দা দিয়ে কোপ দেওয়া হয় এবং হোসাইনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর