যশোর ও ঝিনাইদহ জেলার কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বব্যাংকের আর্থিক ও পিকেএসএফ কারিগরি সহায়তায় যশোর উপপরিচালকের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে নবলোক পরিষদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. মোশাররফ হোসেন। দিনব্যাপী কর্মশালায় দুই জেলার ২০ জন কৃষক অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন নবলোক পরিষদের কর্মসূচি সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, “স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, মাটির স্বাস্থ্য রক্ষা, পরিবেশবান্ধব কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং ভূগর্ভস্থ পানির সাশ্রয়ী ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা এসব বিষয়ে দিকনির্দেশনা পাবেন এবং লাভবান হবেন।”
প্রকল্পের আওতায় যশোর সদর, মণিরামপুর, চৌগাছা ও ঝিনাইদহ জেলার মহেশপুরের প্রায় ১ হাজার কৃষককে আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও লাভজনক সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা, অতিরিক্ত উপপরিচালক আবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) শমেরেন বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল, নবলোক স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা।
রাতদিন সংবাদ/আর কে-১২