ফটোগ্রাফি ও ফ্ল্যাগশিপ ডিজাইনের সমন্বয়ে ভিভো ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি৫০ ফাইভ জি-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। জাইস ক্যামেরার আধুনিক প্রযুক্তি এবং উন্নত ডিজাইনসহ এই স্মার্টফোনটি কেনার সঙ্গে নিশ্চিত উপহার এবং মোবাইল ইন্স্যুরেন্স সুবিধা দিচ্ছে ভিভো।
ভিভো ভি৫০ ফাইভ জি-এর প্রি-অর্ডার করলেই গ্রাহকরা পাবেন রিরো ডব্লিউ১ প্রো স্মার্টওয়াচ (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড। এছাড়াও এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ইন্স্যুরেন্স সুবিধা (মূল্য ১,৯৯৯ টাকা) উপভোগ করা যাবে।
ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রধান আকর্ষণ হচ্ছে জাইসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে। ফোনের সামনের ও পেছনের উভয় ক্যামেরাতেই রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সর, যেখানে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫” সুপার-সেন্সিটিভ বড় সেন্সর ব্যবহার করে দুর্দান্ত লাইট ক্যাপচার করতে সক্ষম।
ফোনটিতে রয়েছে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা ২৩ মিমি, ৩৫ মিমি এবং ৫০ মিমি ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়। এছাড়া, সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি নিশ্চিত করে রাতে তোলা ছবিগুলোও ঝকঝকে হবে।
ভিভো ভি৫০ ফাইভ জি ফোনটি এসেছে স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক—এই দুটি প্রিমিয়াম রঙে। স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা চোখে থ্রিডি ইফেক্ট সৃষ্টি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি আভিজাত্যের প্রতিচ্ছবি।
ব্যাটারির দিক থেকেও এটি অত্যন্ত শক্তিশালী, যেখানে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা মাত্র ১০ মিনিট চার্জে ৬ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেয়।
ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটি ৬২,৯৯৯ টাকায় ভিভোর অফিসিয়াল ই-স্টোর এবং অথরাইজড শপগুলোতে প্রি-অর্ডার করা যাচ্ছে।
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যা স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা প্রদান করে। প্রতিষ্ঠানটি চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় পাঁচটি প্রোডাকশন হাব পরিচালনা করে, যা বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন উৎপাদন করতে সক্ষম। বর্তমানে বিশ্বব্যাপী ৫০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ভিভো স্মার্টফোন ব্যবহার করছে।