মণিরামপুর (যশোর) প্রতিনিধি: হাফেজ বেলাল হুসাইন, একজন আদর্শ কৃষক। তিনি একের পর এক ফল চাষ করে সফলতা অর্জন করেছেন। শিক্ষিত বেকার যুবকদের জন্য তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বেলাল মণিরামপুর উপজেলার প্রান্তিক কৃষক নজরুল ইসলাম ও আলেয়া বেগমের ছেলে। স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে যশোর এম এম কলেজ থেকে ইসলামিক স্টাডিজে অনার্স এবং মণিরামপুর লাউড়ি কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি মাদ্রাসায় কর্মরত।
উচ্চশিক্ষিত বেলাল ছোটবেলা থেকেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেন। পাঁচ বছর আগে এক বন্ধুর পরামর্শে দুই বিঘা জমি লিজ নিয়ে মাল্টা চাষ শুরু করেন। এর মধ্যে কুল ও পেয়ারা লাগিয়ে মিশ্র ফল চাষের সূচনা করেন। এরপর পাঁচ বিঘা জমিতে ড্রাগন চাষ করে লাভবান হন।
বর্তমানে বেলাল “শুকরিয়া এগ্রো ফার্ম” নামে একটি মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন। সেখানে আঙ্গুর, স্ট্রবেরি, আনার, ত্বীনফল, মালবেরি, লংগান, বারোমাসি আম, বারোমাসি মাল্টা, বারোমাসি লেবুসহ বিভিন্ন জাতের ফল চাষ করছেন। পাশাপাশি, বিভিন্ন জাতের চারা উৎপাদন ও বিক্রি করছেন। মিশ্র ফলের পাশাপাশি শসা, টমেটো, কপি, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজিও চাষ করছেন তিনি।
গত বছর ২০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করে ভালো লাভ করেছেন। এবার ২০ জাতের আঙ্গুর চাষ করেছেন, যা থেকে ভালো ফলনের আশা করছেন। বিলালের বাগানে এলাকার অনেক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
বিলালের সাফল্য সম্পর্কে স্থানীয় শিক্ষক সায়ফুল আলম বলেন, “বেলাল কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করেছেন। তিনি বেকার যুবকদের জন্য এক অনুপ্রেরণা।”
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, “বেলাল একজন আদর্শ ও মিশ্র ফল চাষী। তিনি নতুন নতুন ফল চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।”