আজম খান, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় ১৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘারপাড়ার উদ্যোগে এ সার-বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
২০২৪-২৫/খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল ও তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১১০ জন কৃষক এক কেজি করে তিলের বীজ, ১০ কেজি করে ফসফেট (ডিএপি) ও ৫ কেজি করে পটাশ (এমওপি) সার পেয়েছেন। এছাড়া ৪০ জন কৃষক ৫ কেজি করে মুগডালের বীজ, ১০ কেজি করে ফসফেট (ডিএপি) ও ৫ কেজি করে পটাশ (এমওপি) সার পেয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, বিশেষ অতিথি হিসেবে বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম আসলাম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং উপকারভোগী কৃষকরা।







