Friday, December 5, 2025

দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের সমাজ গঠনের আহ্বান

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, “আমাদেরকে আল্লাহ ও তার রাসুল (সাঃ)-এর প্রতি ভালোবাসার মাধ্যমে তাকওয়া অর্জন করে জীবন ও সমাজ গঠন করতে হবে। তা না পারলে সুখী সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে।”

গতকাল রোববার রায়পুরের জয়নগর মহিউসসুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির গোলাম ইয়াহইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাষ্টার মইনউদ্দীন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল আলিম, রিয়াজুল ইসলাম, মাওলানা আব্দুর সাত্তার, আব্দুর রউফ, মাওলানা আবুবকর, মোজাফফর হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর