আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় এক দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে দোহাকুলা ইউনিয়নের খলশি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আজগর তরফদার, তিনি এ গ্রামের আবু বক্কর তরফদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পাশাপাশি ঘর থাকায় মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা ১টি গরু মারা যায় এবং অপর ১টি গরু দগ্ধ হয়। বসতঘরে থাকা ধান-চাল, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব কিছু পুড়ে গেছে।
দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার জানান, আগুনে দিনমজুর আজগর তরফদারের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আর কে-১১







