কেশবপুরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে শামীম আশরাফ (৩০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলার পাশ থেকে তাকে আটক করা হয়। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাকে এই কারাদণ্ড প্রদান করেন।
শামীম আশরাফ যশোরের শার্শা উপজেলার বারপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে। জানা যায়, আশরাফ নিজেকে ঢাকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুকে ফোন করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তদন্ত করতে আসবেন বলে জানান এবং শিক্ষককে কেশবপুর উপজেলা পরিষদ এলাকায় আসতে বলেন।
এদিকে, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বিষয়টি আগেই যশোরের গোয়েন্দা সংস্থাকে জানিয়ে রাখেন। বৃহস্পতিবার দুপুরে, তার নির্দেশে শামীম আশরাফ উপজেলা পরিষদে পৌঁছালে, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, “গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণা করার জন্য শামীম আশরাফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।” কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, শামীম আশরাফকে জেলহাজতে পাঠানো হয়েছে।







