যশোর সদর উপজেলার আব্দুলপুর বাজার সংলগ্ন গাজরের মাঠে, কৃষক-কৃষাণীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবজি ধৌত করণ যন্ত্রের সাহায্যে গাজর ধৌতকরণের এডাপটিভ ট্রায়াল। বৃহস্পতিবার আয়োজিত এই ট্রায়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফ এম ডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন আহমেদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান।
ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত এডাপটিভ ট্রায়ালে যশোর সদরের বিভিন্ন এলাকার ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
এডাপটিভ ট্রায়ালে অংশ নিতে আসা ছাতিয়ানতলার কৃষক মো. ওয়াসিম বলেন, “এই প্রকল্পের যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা, সরিষা, মসুর, গম, আলু, গাজর, তিল, মুগ ইত্যাদি ফসল উৎপাদন করে আর্থিক লাভবান হয়েছি। এছাড়া, এই অঞ্চলে বীজ বোপন যন্ত্র ও ভুট্টা মাড়াই যন্ত্র নতুন আসায় ভুট্টার চাষাবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।”