বিশেষ প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলায় নিটল টাটা মটরসের বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কাটা ও জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। তবে এখনো এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. রফিকুজ্জামান লিটন গত ২৬ মার্চ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেয় বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জানিয়েছেন, নিটল টাটা গাছ কেটেছে কিনা তা তার জানা নেই এবং এ বিষয়ে কেউ তাকে সরাসরি অভিযোগ করেননি। তিনি বিষয়টি বন বিভাগের মাধ্যমে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।
স্থানীয়রা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়া সিংগেরপাড়া রূপ সনাতন ধামের রাস্তার পাশ থেকে সরকারি গাছ কাটা হয়। এ সময় এলাকাবাসী বাধা দিলেও তা উপেক্ষা করে গাছ কাটা অব্যাহত থাকে। অভিযোগ উঠেছে, নিটল মটরসের কর্মচারী নারায়ণ দাঁড়িয়ে থেকে শ্রমিকদের দিয়ে গাছ কাটিয়েছেন।
এলাকাবাসীর দাবি, গাছ কাটার খবর পেয়ে প্রেমবাগ ইউনিয়ন ভূমি অফিস থেকে পিয়ন আবু সাঈদ ঘটনাস্থলে আসেন। কিন্তু তিনি গাছ কাটার প্রতিবাদ না করে নিটল টাটা মটরস লিমিটেডের জি. এম. মো. মিজান রহমানের অফিসে বসে থেকে গাছ কাটার কাজে সহযোগিতা করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।







