যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় এনাম গাজী (২৮) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নওয়াপাড়া কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এনামের ডান পায়ের রগ কেটে দেয় এবং পেটের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একতাপুর গ্রামের বাসিন্দা হাসান আলী গাজীর ছেলে এনাম গাজী বাজার করতে গেলে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং নৃশংসভাবে আক্রমণ চালায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান জানান, এনাম গাজী নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলীম জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।







