যশোরে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে শান্ত ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শান্ত রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামের আলী হোসেন ভুলুর ছেলে। গত বৃহস্পতিবার এই ঘটনায় ওই নারীর বাবা কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে শান্ত ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসআই শিবু মন্ডল জানান, প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই নারীর সঙ্গে শান্তর পরিচয় হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিভিন্ন স্থানে একে অপরের সঙ্গে দেখা করেন। এই সম্পর্কের সময় শান্ত কৌশলে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর, এবং নারীর অন্যত্র বিয়ের পর শান্ত প্রতিশোধ নিতে শুরু করেন। তিনি মেহেজাবিন ও রাতুল নামে দুটি ফেসবুক আইডি খুলে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও এডিট করে নারীর স্বজনদের ফেসবুক আইডিতে পাঠান। এরপর শান্ত একটি হোয়াটসঅ্যাপ নম্বরও ব্যবহার করে একই কাজ করেন। ৩ মার্চ, ২০২৫ তারিখে শান্ত নারীর স্বামীর মোবাইল ফোনে ওই ছবি ও ভিডিও পাঠানোর পর, হুমকি দিয়ে বলেন, ভিডিওগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তার পরপরই ওই নারীর বাবা কোতোয়ালি থানায় অভিযোগ করেন এবং সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির মাধ্যমে শান্তের অবস্থান শনাক্ত করে রাজশাহী থেকে তাকে আটক করে।