যশোরের অভয়নগর উপজেলার সদ্য বিদায়ী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সিধু বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও তদন্ত প্রতিবেদন গায়েব করার অভিযোগ উঠেছে।
ঘটনার অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা আক্তার লিজার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতার কার্ড করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। গত ২০২৪ সালের ১৬ মে, ভুক্তভোগী মিসেস রেহেনা খাতুন খুলনা বিভাগীয় কমিশনার, যশোর জেলা প্রশাসক ও অভয়নগর ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এর পর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল ঘটনাটি তদন্ত করেন এবং ২০২৪ সালের ১০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেন সিধু বিশ্বাসের কাছে।
তবে, পরে তদন্ত প্রতিবেদনের ব্যাপারে তিন দফায় আরও অনুরোধ করা হয় এবং সর্বশেষ ৫ মার্চ আবারও প্রতিবেদন চাওয়া হয়। এই পরিস্থিতিতে রাজকুমার পাল বলেন, আমি ইতিপূর্বে চারবার রিপোর্ট দিয়েছি, কিন্তু তারা বলছেন ফাইল পাওয়া যাচ্ছে না।
সিধু বিশ্বাস এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে ফাইল থেকে কাগজ হারিয়ে যাচ্ছে।
এছাড়া, সম্প্রতি সিধু বিশ্বাসের বিরুদ্ধে এক কৃষকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগও রয়েছে, যার কারণে তাকে চৌগাছা উপজেলা পরিষদে বদলি করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্র বলেন, এমন ঘটনা আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে, তবে তদন্ত পূর্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আর কে-১২







