মোঃ জাকির হোসেন, কেশবপুর: শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই সাফল্য উদযাপন করতে কেশবপুর শহরের এলাকাবাসী জমকালোভাবে তাদের বরণ করে নেন। বিজয়ী দল যখন কেশবপুরে ফিরে আসে, তখন একটি ব্যান্ডপার্টির সঙ্গীতের তালে তাদের শহরে স্বাগত জানানো হয়। খেলোয়াড়দের ট্রাকে করে শহর প্রদক্ষিণ করানো হয় এবং উপজেলা পরিষদ চত্বরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এ সময় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সু-প্রভাত বসু উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা একটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শিক্ষার্থীরা নাচ-গান, আনন্দ এবং উল্লাসের মাধ্যমে বিজয়ের আনন্দ উদযাপন করেন।
কেশবপুর বাসীর জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়, ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গড়ভাঙ্গা বিদ্যালয়ের মেয়েরা তিনটি পৃথক অঞ্চলের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়। তারা উপজেলা, জেলা, বিভাগ এবং অঞ্চল পর্যায়ে জয়লাভের পর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। ২৭ ফেব্রুয়ারি, চট্টগ্রামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।







