Friday, December 5, 2025

যশোরের মণিরামপুরে অসহায় বৃদ্ধের জমি দখলের পায়তারা, থানায় অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলায় এক অসহায় বৃদ্ধের জমি দখল করার পায়তারা নিয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের খালপাড় গ্রামের স্থানীয় একটি দুর্বৃত্তচক্র জমি দখল করার চেষ্টা করছে।

ফজর আলী নামক এক বৃদ্ধ বুধবার মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফজর আলী জানান, তিনি ১৯৯১ সালে আব্দুল খালেক মোল্লার স্ত্রী মারুফা বেগম ও খালেকের ছেলে আমিনুর রহমানের কাছ থেকে ১১ শতক জমি ক্রয় করেন। রেস্ট্রিকটেড কবলা দলিলের মাধ্যমে জমিটি কেনার পর, তিনি পরিবারের ৪ ভাইয়ের সঙ্গে সেখানে বসবাস করে আসছিলেন।

তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর থেকে একই এলাকার শাহজাহান, তার ছেলে মজনু হোসেন এবং খালেকের ছেলে শহিদুল জমি দখল করার চেষ্টা করছেন। অভিযোগে আরো বলা হয়েছে, এই চক্রটি ইতোমধ্যে জমির উপর থাকা বিভিন্ন জাতের গাছ কেটে প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি করেছে। বাকি গাছগুলো কেটে নেয়ার সময় স্থানীয়রা বাধা দিলে, গাছ কাটা থামানো হয়।

তবে, প্রতিবাদ করার কারণে ফজর আলী এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মৃত্যুর হুমকির কারণে ফজর আলী ও তার পরিবার বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর