জাকির হোসেন: কেশবপুরে সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফের অর্থায়নে নাক, কান ও গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নে এই ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নাক কান ও গলা বিশেষজ্ঞ সার্জন ডা. মোঃ হাসনাত আনোয়ার এবং যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শাহীদ আনোয়ার রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন।
ক্যাম্পে মোট ১৬৮ জন রোগীকে বিনামূল্যে নাক, কান ও গলা বিষয়ক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজার গোলাম কিবরিয়া, সমৃদ্ধির ইউনিয়ন সমন্বয়কারী আশরাফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান সহ ইউনিয়নের সমাধানের ০৯ জন স্বাস্থ্য পরিদর্শক।







