Friday, December 5, 2025

যশোর জেলা বিএনপির নির্বাচনে চমক দেখালেন রবিউল ইসলাম

যশোর জেলা বিএনপির নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি এবারের নির্বাচনে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন। নির্বাচনে ভোট দিয়েছেন ১৫০৩ জন ভোটার। তাদেরমধ্যে রবিউল ইসলাম নিজেই পেয়েছেন ১,৩৪১ ভোট। এ নির্বাচনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে অংশ নেয়া সাতজন প্রার্থীর মধ্যে তিনিই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর থেকে তিনি ৫৯২ ভোট বেশী পেয়েছেন। এমনকি তার তিন প্রতিদ্বন্দীদের কেউই তার ধারের কাছেই আসতে পারেনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকেও  তিনি ৪৮৭ ভোট বেশী পেয়েছেন। যা রীতিমত চমক দেখিয়েছেন বলে মন্তব্য করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলছেন,ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবারের নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী হওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সবচেয়ে তরুণও। বিএনপির রাজনীতিতে নতুন হলেও তিনি এর আগে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে ৩৪ টি মামলা। তিনি যে দু:সময়ের কান্ডারি ছিলেন তা প্রাপ্ত ভোটেই প্রমাণ করেছে বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা আরও জানান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ঘনিষ্ঠজনদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। ভোটের এই বিশাল ব্যবধান থেকে বোঝা যাচ্ছে, যশোর জেলা বিএনপির নেতাকর্মীরা তার নেতৃত্বের প্রতি কতটা আস্থাশীল। তারা মনে করছেন, তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব গেলে দল আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বিজয়ের পর রবিউল ইসলাম দলের নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় শুধু আমার নয়, এটা পুরো যশোর জেলা বিএনপির জয়। একই সাথে তিনি জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সকল নেতাকর্মী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে এই নির্বাচনের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রবিউলের নেতৃত্বে যশোর জেলা বিএনপি আরও সংঘবদ্ধ ও সুসংগঠিত হবে বলে তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, জেলা বিএনপির নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রাপ্ত ভোটারদের ভোটের সংখ্যা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এ প্রাপ্ত ফলাফল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া হয়েছে। যা যাচাই বাছাই করে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

এরআগে রাতদিন নিউজে ‘যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের শক্ত অবস্থান’ শিরোনামে একটি সংবাদ ও একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। যেখানে রাজনৈতিক বিশ্লেষক ও যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে প্রতিবেদনটি করা হয়েছিলো।

রিকি খান

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর