Monday, April 21, 2025

ঝিকরগাছায় অবৈধভাবে বালুমাটি উত্তোলন ও বিক্রির দায়ে জরিমানা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে বালুমাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বেড়েলা গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ওই গ্রামের নুরুল আমীনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, উত্তোলিত মাটি মনিরামপুর উপজেলার ভান্ডারী মোড়ে অবস্থিত শাহ্ ব্রিকস-এ বিক্রি করা হচ্ছিল।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন-পৌর ভূমি সহকারী নেছার উদ্দিন আল আজাদ, সার্ভেয়ার সাইফুল ইসলাম, থানা পুলিশের এএসআই (নিঃ) ইয়াসিন আলীসহ উপসহকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির মাটি কেটে বিক্রি করা আইনের পরিপন্থী এবং এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর