Wednesday, March 26, 2025

পশ্চিম বারান্দি নাথপাড়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন

যশোর শহরের পশ্চিম বারান্দি নাথপাড়ায় আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। প্রতি বছরের মতো এবারও নাথপাড়া সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হলেও স্থান সংকটের কারণে এবার মন্দির থেকে কিছুটা দূরে নামযজ্ঞের আসর বসানো হচ্ছে। এতে ভক্ত ও পূর্ণার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে নাম শ্রবণ করতে পারবেন।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৯ ফেব্রুয়ারি বুধবার ভাগবত আলোচনা, মঙ্গলঘট স্থাপন এবং মঙ্গল আচরণের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠানের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টা থেকে ভাগবত পাঠ করবেন শ্রী বিল্লমঙ্গল দেবনাথ এবং তাপসী রানী দাসি। পরদিন বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু হয়ে টানা ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন চলবে।

শনিবার নাম সমাপন শেষে কুঞ্জ ভঙ্গ, নগর কীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধনার মাধ্যমে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, এটি অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনের মূল লক্ষ্য দেশ, সমাজ ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনা।

মহানাম সংকীর্তনে অংশ নেবে খুলনার প্রভু নিতাই সম্প্রদায়, গোপালগঞ্জের সোনার গৌরী সম্প্রদায়, সাতক্ষিরার ব্রজের গোপাল সম্প্রদায়, নড়াইলের নব নিত্যানন্দ সম্প্রদায়, খুলনার গৌরাঙ্গ সম্প্রদায় এবং যশোরের পঞ্চবটী সম্প্রদায়।

যজ্ঞ আয়োজকরা সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে এই মহতী আয়োজনে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর