Monday, April 21, 2025

কেশবপুরে বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

কেশবপুর প্রতিনিধি: আগামী ১৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপির সমাবেশ সফল করতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচার মিছিলটি কেশবপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা যশোর জেলা বিএনপির সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর