Monday, April 21, 2025

বাঘারপাড়ার সাবেক সেটেলমেন্ট অফিসার মফিদুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

বাঘারপাড়া উপজেলার সাবেক উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার (বর্তমানে অবসরপ্রাপ্ত) এ বি এম মফিদুল ইসলামের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-সহকারী পরিচালক চিরজ্ঞীব নিয়োগী বাদী হয়ে এ মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন। অভিযুক্ত এ বি এম মফিদুল ইসলাম মাগুরা শহরের জেলেপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।

মামলায় দুদকের উপ-সহকারী পরিচালক চিরজ্ঞীব নিয়োগী উল্লেখ করেছেন, অভিযুক্ত এ বি এম মফিদুল ইসলাম ১৯৮৭ সালের ১৭ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ার পদে চাকরিতে যোগদান করেন। এরপর ২০১৯ সালে তিনি উপ-সহকারী পদে পদোন্নতি পেয়ে বদলি যশোরের বাঘারপাড়া উপজেলা অফিসে যোগদান করেন। ২০২০ সালের ১৭ নভেম্বর তিনি অবসরকালীন ছুটিতে চলে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় তাকে সম্পদের তথ্য বিবরণী দাখিলের জন্য নোটিশ করা হয়। এর প্রেক্ষিতে তিনি ২০২৩ সালের ২৭ নভেম্বর দুদক যশোর কার্যালয়ে সম্পদের তথ্য বিবরণী দাখিল করেন। তবে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রকাশ পায়, তিনি স্থাবর ও অস্থাবর সম্পদের যে তথ্য প্রদান করেছেন তাতে এক কোটি ৭৫ হাজার ৯৬৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে ৪৬ লাখ ৬৮ হাজার ৮১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মেলে দুদুকের অনুসন্ধানে। পরবর্তিতে এ ঘটনায় দুদক মামলা করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর