অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রির নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সিমোনডাটাপথ ডটকমের পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার বেনাপোলের গাজীপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মামুন হোসেন এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন সিমোনডাটাপথের পরিচালক মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া, ঢাকা মিরপুর-১১ পল্লবীর ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক সেলিনা বেগম এবং খিলগাঁও শাখার গ্রাহক এমএম টেলিকম।
অভিযোগে বলা হয়েছে, মামুন হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সিমোনডাটাপথ ডটকমের বিজ্ঞাপন দেখে লিঙ্কে প্রবেশ করেন। এরপর পরিচালক শফিউল আলম তার সঙ্গে যোগাযোগ করে পণ্য কিনে ব্যবসা করার প্রলোভন দেখান। তার প্রতিশ্রুতির ভিত্তিতে মামুন হোসেন বিভিন্ন সময়ে বিকাশ ও অন্যান্য ব্যাংক হিসাবে মোট ৮ লাখ ৬০ হাজার ৭৬০ টাকা প্রদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী, এসব অর্থ বিনিয়োগ করে লভ্যাংশ দেয়ার কথা থাকলেও শফিউল আলম পরবর্তীতে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
গত ৭ ফেব্রুয়ারি পাওনা টাকা ফেরত চাইলে শফিউল আলম তা ফেরত দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে মামুন হোসেন আদালতে মামলা দায়ের করেছেন।