বিপিএল-এর একাদশ আসরের ফাইনালে ফরচুন বরিশাল চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ এই ম্যাচ।
ম্যাচের শুরুতে চিটাগংয়ের দুই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন দুর্দান্ত শুরু করেন। প্রথম ৫ ওভারে ৫১ রান তোলে তারা। পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৫৭/০। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেও চিটাগং ২০০ রান পূর্ণ করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে তারা। পারভেজ ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন, নাফে করেন ৩৭ বলে ৫০ রান।
জবাবে বরিশালের শুরুটাও ছিল দারুণ। অধিনায়ক তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় ৮.১ ওভারে ৭৬ রানের জুটি গড়েন। তামিম ২৯ বলে ৫৪ রান করেন, হৃদয় করেন ২৮ বলে ৩২। এরপর কাইল মায়ার্স ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে মুশফিকুর রহিমের ৯ বলে ১৬ রান এবং রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ঝোড়ো ব্যাটিং বরিশালকে জয় এনে দেয়।
শেষ ওভারে ৮ রান দরকার ছিল বরিশালের। হুসেন তালাতের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ নিশ্চিত করেন রিশাদ। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই বরিশাল জয় উদযাপন শুরু করে। ম্যাচ শেষে লেজার শো ও বরিশালের লাল উৎসব পুরো স্টেডিয়ামকে বর্ণাঢ্য করে তোলে।
এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল এবং দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল।