Wednesday, March 26, 2025

ক্যাসপারস্কি যোগ দিল গ্লোবাল এআই সিকিউরিটি ইনিশিয়েটিভে

বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এর উদ্যোগে গঠিত গ্লোবাল অ্যালায়ান্স এআইএম গ্লোবাল-এর সঙ্গে নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই উদ্যোগটির লক্ষ্য হলো শিল্প ও উৎপাদন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপদ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা। ২০২৩ সালে যাত্রা শুরু করা এআইএম গ্লোবাল কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও প্রয়োগে কাজ করছে এবং বিশ্বব্যাপী এআই ব্যবহারকে নৈতিক ও দায়িত্বশীলভাবে পরিচালনা করার প্রচেষ্টা চালাচ্ছে।

ক্যাসপারস্কি, যা দুই দশকের বেশি সময় ধরে এআই এবং মেশিন লার্নিং (এমএল) অ্যালগরিদমের উন্নয়নে কাজ করছে, এআইএম গ্লোবালের সদস্য হয়ে শিল্প খাতে এআই-এর সঠিক ব্যবহার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অংশীদারিত্বের মাধ্যমে ক্যাসপারস্কি এআই-এর সাইবার সিকিউরিটি ঝুঁকিগুলো শনাক্ত করতে এবং স্মার্ট হোম ডিভাইস থেকে রোবোটিক ম্যানুফ্যাকচারিং পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের সাইবার নিরাপত্তা বিশ্লেষণে সহায়তা করবে।

ক্যাসপারস্কির এআই টেকনোলজি রিসার্চ সেন্টার এআই সুরক্ষা এবং নৈতিক ব্যবহার নিয়ে গবেষণা করছে, যা এই উদ্যোগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্যাসপারস্কি এআই নৈতিক নীতিমালাও প্রবর্তন করেছে, যা এআইএম গ্লোবালের নীতিমালার সাথে মিল রেখে শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারকে উৎসাহিত করবে।

ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ইউজিন ক্যাসপারস্কি বলেন, “এআইএম গ্লোবালের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একত্রে কাজ করে এআই-এর নৈতিক ও টেকসই ব্যবহারের জন্য একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চাই।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর