যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে ৫০০ বিলিয়ন ডলার বা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘স্টারগেট’ নামে নতুন এই এআই প্রকল্পটি, যার উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগতভাবে আরো এগিয়ে রাখা, হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।
বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি কোম্পানি ও সরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে তৈরি এই প্রকল্পের আওতায় তৈরি হবে বিশ্বের সবচেয়ে বড় এআই অবকাঠামো, যা এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ট্রাম্পের মতে, এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনসহ অন্যান্য দেশগুলোর চেয়ে এক ধাপ এগিয়ে যাবে। তিনি বলেন, “এই প্রকল্প বিশ্বের সবচেয়ে বড় এআই অবকাঠামো তৈরি করবে, আর এর পুরোটাই আমরা আমাদের দেশে করতে চাই।”
এ প্রকল্পে যুক্ত হয়েছে টেক্সাসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফট ব্যাংক এবং চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এটি শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং প্রযুক্তি খাতকে শক্তিশালী করবে না, বরং আন্তর্জাতিক স্তরে মার্কিন আধিপত্যের প্রদর্শনী হিসেবে কাজ করবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা।
তবে, ইলন মাস্ক, টেসলা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী, এই বিশাল প্রকল্প নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, সফট ব্যাংকের কাছে প্রয়োজনীয় অর্থের অভাব রয়েছে এবং এর ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। মাস্কের মন্তব্যটি বিশেষভাবে লক্ষ্যণীয়, কারণ তিনি আগে থেকেই ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে সম্পর্কের শীতলতার কারণে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন।
বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিযোগিতার এই নতুন পর্যায় চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ এবং প্রযুক্তি যুদ্ধের প্রতিফলন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপের পর, ট্রাম্পও চীনের এআই প্রযুক্তির বিকাশে বাধা দিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন।