যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে বেঁধে নির্যাতন ও সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, “নিরাপত্তার অধিকার প্রতিটি মানুষের মৌলিক মানবাধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে সমাজে সেই অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে।”
তিনি জানান, যশোরের ঝিকরগাছায় ঘটে যাওয়া এ নির্যাতনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। নির্যাতনকারীরা শুধু ওই নারীকে শারীরিকভাবে আঘাত করেনি, বরং উল্লাস করতে করতে সেই নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা তার সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিনয় কৃষ্ণ মল্লিক পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।” একইসঙ্গে তিনি জানান, রাইটস যশোরের পক্ষ থেকে এ ঘটনার বিস্তারিত অনুসন্ধান করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।