Monday, April 21, 2025

৩০ লাখ টাকা চাঁদা না দেয়ায় পূর্বপরিকল্পিতভাবে হানিফকে ডেকে নিয়ে হত্যা, টুটুলের বিরুদ্ধে মামলা

যশোরে আওয়ামীলীগ কর্মী হানিফ হত্যাকান্ডের ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী শিরিন সুলতানা শুক্রবার রাতে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলসহ ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, টুটুল দির্ঘদিন ধরে হানিফের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল যা নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিলেন। ওই দিন সকালে পূর্ব পরিকল্পিতভাবেই তাকে ডেকে নিয়ে যওয়া হয় ইট ভাটায়। পরে সেখানে ডেকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করেন তিনি।

এছাড়া শিরিন সুলতানা শুক্রবার লাশ নিয়ে যখন যশোর জেনারলে হাসপাতালে এসেছিলেন তখন সাংবাদিকদের জানান, ঘটনার দিন হানিফ রোজা ছিলেন। কামরুল ইসলাম টুটুল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ইফতার করিয়েছিলেন। এরপর প্রচুর মদ পান করার পর তাকে গুলি করা হয়েছে। শিরিন আরও দাবি করেছেন, টুটুল এই হত্যাকাণ্ডের মূল হোতা।

এরআগে মদ্যপ অবস্থায় হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় এ মামলার প্রধান আসামি টুটুল বুধবার রাত ১২ টার পর যশোর জেনারেল হাসপাতালে ফেলে পালিয়ে যান। এসময় তিনি একেক সময় একে তথ্য দিলেও এক পর্যায় তার গুলি করার বিষয়টি পরিবারকে খুলে বলেন। ঢাকাতে বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, মামলার তদন্ত শুরু হয়েছে । তদন্ত কর্মকর্তা ভিটাবল্যা ক্যাম্পের ইনচার্জ এসআই রোকনুজ্জামান কাজ করছে। মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে মন্তব্য করেন ।

উল্লেখ্য, নিহত হানিফ এক সময় মোবাইল ফোন ব্যবসায়ী ছিলেন। এক পর্যায় যুবলীগ নেতা ফন্টু চাকলাদারের বন্ধু হওয়ায় তিনি রাজনীতিতে জড়িয়ে পরেন। রাজনীতির ফাঁকে বিভিন্ন ব্যবসা শুরু করেন। এক পর্যায় তিনি প্রথম স্ত্রীকে ছেড়ে আরেকটি বিয়ে করেন। ওই স্ত্রীর কাছে থাকা শুরু করেন। ওই স্ত্রীর সাথে প্রতারণা করেন। ওই স্ত্রী তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। সে মামলা এখনো বিচারাধীন। এছাড়া হানিফের আওয়ামীলীগের আরও বেশ কয়েকজন নেতা ও ব্যবসায়ীদের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে উঠে। ওইসব ব্যবসায়ীদের কাছ থেকেও মোটা অংকের টাকা নেন হানিফ। গত বছরে তার বিরুদ্ধে ২৭ লাখ টাকার মামলা হয়। এছাড়াও তার বিরুদ্বে একাধিক মামলা রয়েছে। যা বিচারাধীন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর