Friday, December 5, 2025

টঙ্গীতে মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমা শুরু

আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর ইজতেমা মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে তাবলিগ জামাতের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের বিশ্ব ইজতেমা। গতকাল সন্ধ্যার পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আজ শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, যার বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

আজ শুক্রবার বেলা দেড়টায় ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে বড় জামাতে জুমার নামাজ। এই নামাজে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে আগত মুসল্লিরাও অংশ নেবেন। নামাজ পরিচালনা করবেন বাংলাদেশি মাওলানা জোবায়ের হোসেন।

বিগত বছরগুলোতে তাবলিগের দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা করলেও এবার মাওলানা জোবায়েরের অনুসারীরা একাই দুই ধাপে ইজতেমা আয়োজন করছেন। প্রথম ধাপের ইজতেমা চলবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে অংশ নেবেন দেশের ৪১ জেলা ও ঢাকার একটি অংশের মুসল্লিরা। দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপের ৫ ফেব্রুয়ারি।

অন্যদিকে, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি।

শুক্রবার সকালে টঙ্গীর ইজতেমা মাঠ পরিদর্শনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মুসল্লি মাঠে প্রবেশ করছেন। বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে মুসল্লিরা অবস্থান করছেন, কেউ বয়ান শুনছেন, কেউ রান্না, অজু ও গোসলে ব্যস্ত। অনেক মুসল্লির মাথায়, কাঁধে বা হাতে ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী দেখা গেছে।

ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। মুসল্লিদের নির্বিঘ্নে ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইজতেমা আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টঙ্গী, আশপাশের এলাকা এবং ঢাকা থেকে আগত মুসল্লিদের নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য প্রশাসন তৎপর রয়েছে। নির্বিঘ্নে ইজতেমা সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।

এবারের ইজতেমা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর