ইউটিউব এখন শুধু বিনোদনের নয়, আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই ইউটিউবকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। তবে ইউটিউবে কাজ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম ভঙ্গ করলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, কী কী কাজ থেকে বিরত থাকা জরুরি- বারবার কপিরাইট লঙ্ঘনকারী কন্টেন্ট আপলোড করলে কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হতে পারেন। তিনটি কপিরাইট স্ট্রাইক হলেই আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কন্টেন্ট যেমন- হেট স্পিচ, হ্যারাসমেন্ট, বিপজ্জনক। চ্যালেঞ্জ এগুলো পোস্ট করলে স্ট্রাইক খেতে হবে। বারবার এমন স্ট্রাইক পেলে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে।
স্প্যামি, প্রতারণামূলক, বা ভুল তথ্য প্রচারকারী কন্টেন্ট আপলোড করলে ইউটিউব আপনার চ্যানেলকে ব্লক করতে পারে। অন্যের চ্যানেলের সাথে মিলে যায় এমন চ্যানেল তৈরি করলেও ইউটিউব সেটি বন্ধ করে দিতে পারে।
শিশুদের জন্য বিপজ্জনক বা অনুপযুক্ত কন্টেন্ট আপলোড করলে তাৎক্ষণিকভাবে চ্যানেল ব্লক হতে পারে। মাদক, নিজের ক্ষতি করা, বা বিপজ্জনক কাজের প্রচার করলে আপনার চ্যানেল পুরোপুরি নিষিদ্ধ হতে পারে।
ইউটিউব আপনার আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হলে এই নিয়মগুলো মেনে চলুন এবং সবসময় সতর্ক থাকুন। নিজের চ্যানেল সুরক্ষিত রাখতে ইউটিউবের আপডেটেড পলিসি নিয়মিত চেক করুন।
অনলাইন ডেস্ক/আর কে-০৪