Wednesday, February 19, 2025

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় আনুষ্ঠানিক ক্ষমা

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত যুবক ইমরান হোসেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে রোগীর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের উপস্থিতিতে তিনি প্রকাশ্যে চিকিৎসকের কাছে ক্ষমা চান।

এই ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে পুনরায় কাজে যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রি শেখর সরকার, ডা. ওবায়দুল কাদের উজ্জ্বল, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. তুহিনসহ ইন্টার্ন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাতে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী নজরুল ইসলামের মৃত্যু হলে তার ছেলে ইমরান হোসেন ও অন্যান্য স্বজন ক্ষুব্ধ হয়ে ইন্টার্ন চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভর ওপর চড়াও হন। তারা তাকে কিলঘুষি মেরে আহত করেন।

এই ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তবে, অভিযুক্ত ইমরান হোসেনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়।

চিকিৎসক লাঞ্ছনার এ ঘটনার পর সকল পক্ষ সমঝোতায় পৌঁছায়, যা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পুনরায় সুষ্ঠুভাবে চালু করতে সহায়তা করেছে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর