Friday, December 5, 2025

পোস্ট অফিসপাড়ার ফারিয়া এন্টারপ্রাইজে চুরি

যশোর শহরের পোস্ট অফিসপাড়ার ফারিয়া এন্টার প্রাইজে চুরি হয়েছে। তবে, স্থানীয়দের দূরদর্শিকতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে দোকান মালিক নুর ইসলাম। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে।

নুর ইসলাম জানান, রাত তিনটার দিকে দোকনের সার্টার কেটে চোর তার দোকানে প্রবেশ করে। পরে দোকানের বিভিন্ন মালামাল বস্তায় ভরে। এছাড়া তিনটি ড্রয়ারের তালা ভেঙে সেখানে থাকা মোবাইল ফোনের কার্ড ও নগদ টাকা ব্যাগে ভরে। এরমাঝে প্রতিবেশীরা শব্দ শুনতে পেরে দোকানের সামনে চলে আসে। এসময় চোর বস্তাভর্তি মালামাল ফেলে হাতে থাকা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এতে তার ২০-৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান নুর ইসলাম। এ বিষয়ে আইনী সহযোগিতা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয়রা জানান সম্প্রতি ওই এলাকায় চোরের উৎপাত বেড়েছে। দিন দুপুরে অহরহ সাইকেল চুরি হচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন তারা। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর