Friday, December 5, 2025

ঝিকরগাছায় নবনিযুক্ত প্রশাসক মোঃ মইনুল ইসলামকে সংবর্ধনা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছা উপজেলা আইসিটি অফিসার ও ৮নং নির্বাসখোলা ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক মোঃ মইনুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টায় পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন পরিষদে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার ও ৮নং নির্বাসখোলা ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক মোঃ মইনুল ইসলাম। তিনি বলেন, ইউনিয়ন বাসির সহযোগিতা থাকলে নির্বাসখোলা মডেল ইউনিয়নে রুপাতন্তরিত হবে।

অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নবাসির পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক মোঃ মইনুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হবিবর রহমান হবি, জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম, ইউপি সচিব মাসুম বিল্লাহ, গ্রাম্য আদালতের প্রতিনিধি জিল্লুর রহমান, বিএনপি নেতা নুর মোহাম্মদ, আব্দুর রব, মোনায়েম হোসেন, হাশেম আলী, আব্দুল জলিল, যুবদল নেতা আশরাফ হোসেন সাগর, ছাত্রদল নেতা সুমন কবিরসহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর