Wednesday, February 19, 2025

ওপেনএআই-এর অপারেটর: এআই সুপার এজেন্ট আসছে কি?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই শিগগিরই অত্যাধুনিক এআই সুপার এজেন্ট ‘অপারেটর’ উন্মুক্ত করতে যাচ্ছে বলে জোরালো গুঞ্জন উঠেছে।

এই এজেন্টটি জটিল কাজগুলোকে সহজে সমাধান করতে পারবে বলে আশা করা হচ্ছে। এমনকি, এটি মানুষের কাজের ধরনও বদলে দিতে পারে।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, মানবজাতি এখন ‘ইন্টেলিজেন্স যুগ’–এ প্রবেশ করেছে। এআই এজেন্ট কর্মক্ষেত্রে যুক্ত হয়ে ২০২৫ সালের মধ্যে উৎপাদনশীলতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে।

ওপেনএআই-এর এআই সুপার এজেন্ট আনার গুঞ্জনের সূত্রপাত স্যাম অল্টম্যানের এই মন্তব্য থেকেই। তবে পরবর্তীতে তিনি এই গুঞ্জনকে খণ্ডন করেছেন। তিনি জানিয়েছেন, এখনই এআই এজেন্ট চালু করার কোনো পরিকল্পনা নেই।

অপারেটর যদি সত্যিই উন্মুক্ত হয়, তাহলে এটি এক ধরনের স্বায়ত্তশাসিত সিস্টেম হতে পারে, যা নিজেই সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে সক্ষম হবে। এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। যেমন, অপারেটর গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে এবং তাদের সমস্যা সমাধান করতে পারবে। এটি বড় পরিমাণে ডাটা বিশ্লেষণ করে উপযোগী তথ্য বের করতে পারবে। এটি ছবি আঁকা, গল্প লেখা, এমনকি সঙ্গীত রচনাও করতে পারবে।

ওপেনএআই-এর অপারেটর সত্যিই উন্মুক্ত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত এগিয়ে চলেছে এবং আমাদের জীবনে এর প্রভাব দিন দিন বাড়ছে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর