Friday, December 5, 2025

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জনপ্রিয় চলচ্চিত্র তারকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি।

২০২২ সালের ৬ জুলাই নাসির উদ্দিন পরীমণির বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, পরীমনি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন এবং মূল্য পরিশোধ না করে পার্সেল নিয়ে আসেন। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।

২০২১ সালের ৯ জুন সাভারের বোট ক্লাবে নাসির উদ্দিনের সঙ্গে পরীমনির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরীমনি নাসির উদ্দিনকে গালিগালাজ করেন এবং তাকে মারধর করেন। এছাড়া ক্লাবে ভাঙচুরও চালান।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্ত করে পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পায়। আজ আদালতপরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরীমণির আইনজীবী দাবি করেন, তিনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত তার সময় আবেদন নামঞ্জুর করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর