Friday, December 5, 2025

স্মার্টফোনের যত্নে বদঅভ্যাস এড়িয়ে চলার উপায়

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে, ব্যবহারকারীদের কিছু ভুল অভ্যাসের কারণে ফোন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোনের আয়ু দীর্ঘায়িত করতে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:

১. সস্তার চার্জিং কেবল ব্যবহার করবেন না
ফোন চার্জ দেওয়ার জন্য নিম্নমানের বা সস্তা চার্জিং কেবল ব্যবহার না করাই ভালো। এটি ব্যাটারির উপর খারাপ প্রভাব ফেলে।

২. ব্যাটারি পুরো শেষ হওয়ার আগে চার্জ দিন
ফোনের ব্যাটারি ৩০ শতাংশ থাকতে থাকতেই চার্জ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। ব্যাটারি পুরো শেষ হয়ে যাওয়ার পর চার্জ দিলে এটি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩. ফোনের কভার ব্যবহার করুন
ফোনের কভার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ফোন হাত থেকে পড়ে গেলে ক্ষতির আশঙ্কা কমায়।

৪. সফটওয়্যার আপডেট করুন
ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। এটি ফোনকে সুরক্ষিত রাখে এবং স্লো হয়ে যাওয়া প্রতিরোধ করে।

৫. পানির সংস্পর্শ এড়িয়ে চলুন
ফোনে পানি লাগা সবচেয়ে ক্ষতিকর। আন্ডারওয়াটার সেলফি তুলতে হলে নিশ্চিত হয়ে নিন ফোনটি ওয়াটারপ্রুফ কিনা। তবে দীর্ঘক্ষণ পানিতে রাখলে ফোনে সমস্যা দেখা দিতে পারে।

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে এই বদঅভ্যাসগুলো পরিহার করুন এবং নিয়মিত যত্ন নিন।

অনলাইন ডেস্ক/আর কে-১১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর