আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছাঃ সরকারি আইন ও নীতিমালা উপেক্ষা করে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারপিট করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে।
গত ১৯ জানুয়ারি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক রুহুল আমিন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন (০৯)-কে মারপিট করেন। এতে শিশুটির ঠোঁট কেটে রক্তক্ষরণ হয় এবং মাথায় ফোলাজনিত জখম হয়। এ ঘটনায় শিশুটির মা মোছাঃ বিউটি খাতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বিউটি খাতুন অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন এর আগেও শিক্ষার্থীদের নির্যাতন করেছেন। তার মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুনও তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ওই শিক্ষকের আচরণের কারণে বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছিল।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন বলেন, আমি তাকে বই দিয়ে সামান্য আঘাত করেছিলাম। এতে একটু আঘাত লেগেছে। প্রধান শিক্ষক বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন।
প্রধান শিক্ষক জুলফিকার আলী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সঞ্জয় ঘোষাল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস জানান, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারও অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাতদিন সংবাদ/আর কে-০৬







