যশোরের এম.এম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিল্টু, টিটোন, সাধারণ শিক্ষার্থী রানাকে মারপিট ও হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। রাত সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গনে জেলা ছাত্রদল ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী সাগরকে আটকে আল্টিমেটাম দিয়েছে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। তারা বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী ভাগ্নে সাগর ওরফে টোকাই সাগরসহ তার মদতদাতাদের আটক করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে জেলা ছাত্রদল এম এম কলেজ এলাকা থেকে সন্ত্রাসী রুখতে ছাত্রদল মাঠে নামবে। যার পরিস্তিতি ভয়াভয় হবে। এর দায় প্রশাসনকে নিতে হবে। কলেজের কলাভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
তারা অভিযোগ করেন, সন্ত্রাসী সাগরের নেতৃত্বে একটি চক্র যারা হকার্স মার্কেটে আস্থানা গড়ে তুলেছে। যাদের মদদ দেন কিছু অসাধু দোকানীরা। যারা আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী। গায়ের জোড়ে দোকান বরাদ্ধ নিয়ে নানা অপকর্ম করে বেরাচ্ছেন। এ সমস্যার প্রতিকার চেয়েছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় এমএম কলেজ ছাত্রদলের আহবায়ক হাসান ইমামসহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার সন্ধা রাতে ভাগ্নে সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিল্টু, টিটোন, সাধারণ শিক্ষার্থী রানার উপর হামলা চালায়। এসময় তারা আহহ হন। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ রাজপথে নামেন। সাগরের বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ করে। যা রাত ১০ টা পর্যন্ত অব্যাহত ছিলো। পরে পুলিশ ও রাজনৈতিক সংগঠনের উপস্থিতিতে পরিস্থিতিতে নিয়ন্ত্রনে আসে।
বিশেষ প্রতিনিধি







