যশোরে প্রবাসীর স্ত্রীর কাছে তিনলাখ টাকা চাঁদাদাবি ও না দেয়ায় নানা হুমকি এবং লুটপাটের অভিযোগে তিন জনের বিরুদ্ধে সোমবার আদালতে হয়েছে। সদর উপজেলার মিরালাউখালী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী শরিফা খাতুন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ক্যাম্পের পেছনের বাসিন্দা নজির হোসেনের ছেলে লিটন হোসেন এবং রহমতপুর দক্ষিণ পাড়ার ইমাম হোসেন ও তার মেয়ে ফুলি খাতুন।
শরিফা খাতুন মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী সেলিম হোসেন মালয়েশিয়ায় থাকেন। এ কারণে উল্লিখিত আসামিরা কয়েক মাস ধরে শরিফা খাতুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। তিনি তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। গত ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে লাঠিসোটা নিয়ে শরিফা খাতুনের বাড়িতে গিয়ে তার ওপর চড়াও হন এবং দাবিকৃত চাঁদার জন্য গালিগালাজ করতে থাকেন। তখন শরিফা খাতুন তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে মারধর এবং ১ লাখ টাকা মূল্যের ১টি গরু জোর করে ধরে নিয়ে যান।
রাতদিন সংবাদ







