মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমন (৪০) এর মরদেহ সোমবার সকালে সদর উপজেলার জাগলা চারা বটতলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও অস্পষ্ট রয়েছে।
পুলিশ জানিয়েছে, রুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর পরিবার সন্দেহ করছে যে, কোনো বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রুমন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। রোববার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর মরদেহ সকালে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে হাতের গ্লাভস পাওয়া গেছে, যা হত্যার ঘটনাকে আরো সন্দেহজনক করে তুলেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে না। তবে পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রুমন আগেও স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিলেন।
নিহতের বড় ভাই মিলন জানিয়েছেন, রুমন জাগলা এলাকায় একটি জুয়ার আসরে মাঝে মাঝে যাত্রী পরিবহন করতেন। তাদের সঙ্গে কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবার সন্দেহ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।







