Friday, December 5, 2025

যশোরে বোমা বিস্ফোরণে যুবক আহত

যশোর সদরের বাউলিয়া গ্রামে বোমা বানাতে গিয়ে শরিফুল ইসলাম বাবু (৩৭) গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাউলিয়া গ্রামের চান্দুর বালির গর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত বাবু স্থানীয় বাসিন্দা আজিজ মোল্লার ছেলে।

বিস্ফোরণের ফলে বাবুর হাতের একটি কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার বুক ও মুখ ঝলসে গেছে। তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত বাবু জানিয়েছেন, প্লাস্টিকের পাইপের মধ্যে পটকা বাজি ফুটানোর চেষ্টা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এটি পটকা বাজি থেকে হওয়া কোনো দুর্ঘটনা নয়। প্রকৃত ঘটনা পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে বলে চিকিৎসকরা মনে করছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-১৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর