তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন বছরে নিয়ে এসেছে একের পর এক নতুন সুবিধা। এবার সেলফি থেকে স্টিকার তৈরি, ভিডিও কলে নতুন ফিল্টার, স্টিকার প্যাক শেয়ার এবং মেসেজে দ্রুত রিঅ্যাকশন দেওয়ার মতো নতুন ফিচার যোগ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটে ব্যবহারকারীরা ছবি তোলা বা ভিডিও করার সময় ৩০টি ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করতে পারবেন। এছাড়া সেলফি থেকে সরাসরি স্টিকার তৈরি করার সুবিধাও যোগ করা হয়েছে। স্টিকার বিভাগের ওপরের বাম কোণে থাকা ‘ক্রিয়েট স্টিকার’ বোতামে চাপ দিলেই ব্যবহারকারী নিজের ছবি থেকে স্টিকার তৈরি করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ চ্যাটে স্টিকার প্যাক শেয়ার করার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে স্টিকার তালিকার শেষে থাকা প্লাস আইকনে চাপ দিলে একটি নতুন অপশন দেখা যাবে। সেখান থেকে পছন্দের স্টিকার প্যাক যেকোনো ব্যক্তির কাছে দ্রুত পাঠানো যাবে।
মেসেজে রিঅ্যাকশন দেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগের মতো মেসেজ ধরে রাখার ঝামেলা নেই। এখন শুধু মেসেজে ডাবল ট্যাপ করলেই পছন্দের রিঅ্যাকশন দেওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট ব্যবহারকারীদের কাছে বেশ আনন্দদায়ক হবে বলে মনে করা হচ্ছে। নতুন ফিচারগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা আরও সৃজনশীল এবং আকর্ষণীয় উপায়ে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারবেন।