Wednesday, February 19, 2025

ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে যশোরে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

যশোর প্রতিনিধি: রেস্তোরাঁ খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যশোর শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি শফিকুর আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সমিতির নেতারা বলেন, রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে এবং এর সাথে ১০% সম্পূরক শুল্কও রয়েছে। এতে খাবারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।

তারা আরও বলেন, গত দুই বছরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এবং পরিষেবার ব্যয় বেড়েছে। এ অবস্থায় ভ্যাট বাড়ানোর ফলে রেস্তোরাঁ ব্যবসা আরও মন্দাভাবের মধ্যে পড়বে। দেশের ৪ লাখ ৮৫ হাজার রেস্তোরাঁ এবং প্রায় ২ কোটি মানুষ এই খাতের সাথে জড়িত। ভ্যাট বৃদ্ধির ফলে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধনের শেষে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সরকারের কাছে ভ্যাটের হার কমানোর এবং সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবি জানানো হয়।

রেস্তোরাঁ মালিকরা মনে করেন, ভ্যাটের হার না বাড়িয়ে সবাইকে ভ্যাটের আওতায় নিয়ে আসলে রাজস্ব আহরণ বাড়বে। তারা এনবিআরকে সহায়তা করতে প্রস্তুত।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর