Friday, December 5, 2025

ঝিকরগাছায় তারুণ্যের উৎসব সমাপ্ত: নতুন প্রজন্মের উদ্যমে মুখরিত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :  নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা।

এই উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা এবং প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি, অনুষ্ঠানের মিডিয়া কভারেজ সংক্রান্ত বিষয়েও পুরস্কার দেওয়া হয়।

উৎসবে অংশগ্রহণকারী যুবক-যুবতীরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, এই উৎসব তাদেরকে নতুন কিছু শেখার এবং নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিয়েছে। তারা আশা করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার বলেন, “আমাদের যুব সমাজ দেশের ভবিষ্যৎ। তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, এই উৎসব থেকে যুবক-যুবতীরা অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর