নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর গুলি চালানোর ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমধূয়া এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত একটি ড্রেজার জব্দ করে এবং দুজনকে আটক করে। পরে আরেকটি অবৈধ বালু মহালে অভিযান চালানোর সময় ড্রেজার থেকে গুলি চালানো হয়।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইউএনও মাসুদ রানা আরও জানান, এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। অভিযান অব্যাহত থাকবে।







