আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় কীর্তিপুর দক্ষিনপাড়া জামে মসজিদের জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করে দখলদারকে উচ্ছেদের দাবি জানানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, মসজিদের মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি দখলে রেখেছে। মসজিদ কর্তৃপক্ষের সাথে তার মধ্যে এক সময় আপোষ হলেও পরে সে আবার জমি ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
মসজিদ কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিবাদী ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে মসজিদের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। পরে উভয় পক্ষের মধ্যে আপোষ হলেও বিবাদী ব্যক্তি চুক্তি অনুযায়ী জমি ফেরত দেননি।
এ বিষয়ে বিবাদী ব্যক্তি দাবি করেন, তার সাথে মসজিদ কর্তৃপক্ষের কোন ঝামেলা নেই। তবে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা আইনি পথে বিচার চাইবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, তারা অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।







