Friday, December 5, 2025

ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে জমজমাট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ঝিকরগাছায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব। “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” স্লোগানে উৎসবের তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট, ফুটবল, বিতর্ক, বিজ্ঞান কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঝিকরগাছা বিএম হাই স্কুল ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এসব আয়োজন চলে। ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের প্রতিভার ঝলক দেখান।

উৎসবের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ওসি মো. বাবুল রহমান খান, প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিনসহ আরও অনেকে।

প্রতিযোগিতা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

উল্লেখ্য, তারুণ্যের উৎসবের চতুর্থ দিন (মঙ্গলবার) আয়োজন করা হবে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রকল্প মূল্যায়ন, উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভা তুলে ধরতে এই উৎসব এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর