বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার (১৩ জানুয়ারি) ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “বাংলাদেশের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের সুরে বলব, ভারত যেমন কৌশলগতভাবে বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। শত্রুতা কোনো পক্ষের জন্যই লাভজনক নয়।”
ভারতের সেনাপ্রধান আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে।”
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সে তার আলোচনা হয়েছে। এই সম্পর্ককে আরো দৃঢ় করার লক্ষ্যে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
যৌথ সামরিক মহড়ার বিষয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির কারণে যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে পরিস্থিতি উন্নতি হলে এ কার্যক্রম আবার শুরু হবে।”
তিনি আরও বলেন, “ভারত ও বাংলাদেশের সীমান্তের বেশিরভাগ অংশই আমাদের একত্রিত করে রেখেছে। তাই কোনো পক্ষেরই এমন কিছু করা উচিত নয়, যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই। সম্পর্ক আরও গভীর করতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।